বড়াইগ্রামে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ০৪:০২ অপরাহ্ন   |   জেলার খবর


জাহিদ হাসান সিনিয়র করেসপন্ডেন্ট 


নাটোরের বড়াইগ্রামে পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের নিয়ে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  সকালে উপজেলার গড়মাটির শিবপুর এলাকায় এ প্রশিক্ষণ  কর্মসূচি অনুষ্ঠিত হয়। বড়াইগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সমবায় অফিসার মোঃআজাদ হোসেন, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ হুসনিয়ারা খাতুন,গোপালপুর ইউনিয়নের কৃষি উপসহকারী তারীক বিন আমিন সহ কৃষক-কৃষাণীরা।উক্ত অনুষ্ঠানের  কৃষক-কৃষাণীদের মাঠ পর্যায়ে মৌসুমী ফসল আবাদে উদ্বুদ্ধ করা হয় দিন দিন আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। বর্তমানে যেসব আবাদি জমি রয়েছে, এ জমির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশে এক ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। এ কথার অনেক গভীরতা আছে। আমাদের বিভিন্ন আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়িয়ে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির বিষয়ে সচেতন হতে হবে। এজন্য যার যার অবস্থান থেকে সুচারুভাবে দায়িত্ব পালন করতে হবে।

জেলার খবর এর আরও খবর: