গোপালগঞ্জ কাশিয়ানীতে শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় নিহত ২ আহত ৪৫

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন   |   জেলার খবর



গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :



গোপালগঞ্জের কাশিয়ানী রুমি ফিশ মিল এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে, শিক্ষা সফরের বাস দুর্ঘটনায় নিহত ২ ও আহত ৪৫ জন।

জানা গেছে, আজ (বৃহস্পতিবার )যশোর বাগাড়পাড়া বাকুড়ী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা শিক্ষা সফর ও বনভোজনের উদ্দেশ্যে যশোর বাগাড়পাড়া থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আসে। শিক্ষা সফর ও বনভোজন শেষে যশোর বাগাড়পাড়ায় ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭ টায় কাশিয়ানী রুমি ফিশ মিল এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে খাদে উল্টে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় বাকুড়ী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বিদ্যুৎ কুমার বিশ্বাস (৫৫) ঘটনা স্থানে মারা যায় ও প্রায় ৪৫ জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়।

নিহত বিদ্যুৎ কুমার বিশ্বাস বাকুড়ি গ্রামে মৃত গোকুল চন্দ্র বিশ্বাসের ছেলে। আহত ৪৫ জনের মধ্যে ১১ জন আশঙ্কাজনক। আহতদের কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ, ফরিদপুর ও যশোর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

জেলার খবর এর আরও খবর: