সাংবাদিক হয়রানির প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন
স্টাফ রিপোর্টার : শেখ লিয়াকত আহমেদ
সংবাদভিক্তিক চ্যানেল সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও তার পরিবারকে পুলিশী হয়রানির প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মাদারীপুর পৌর ঈদগাহ্ সংলগ্ন ‘মাদারীপুর প্রেসক্লাব’এর সামনে এই কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা প্রত্যাহার ও এই আইন বাতিলের আহবান জানান। পাশাপাশি ঠিকানা যাছাইয়ের নামে পুলিশী হয়রানির বিচার দাবী করেন তারা।
সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিভিৎ-এর সভাপতিত্বে ও চ্যানেল ২৪-এর সাংবাদিক সাগর হোসেন তামিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোলাম মাওলা আকন্দ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মনির হোসেন বিলাস, সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়ার সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসানসহ অনেকেই। মানববন্ধনে মাইটিভি কালকিন ও ডাসার উপজেলা প্রতিনিধি শেখ লিয়াকত আহমেদ এছাড়া শিবচর ও রাজৈর উপজেলার গণমাধ্যমকর্মীরাও অংশ নেন।
গত ২০২২ সালের ৮ আগস্ট সময় টিভির স্ক্রলে ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। একই বছরের ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮-এর ২৫(১) (ক)/২৯ ধারায় মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে ৫০ লাখ টাকার মানহানির অভিযোগ তুলে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ৫টি থানা পুলিশ ঠিকানা যাছাইয়ের নামে একাধিকবার হয়রানি করে সময় টেলিভিশনের বার্তা প্রধান ও তার পরিবারকে। এই ঘটনার সারাদেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।