চট্টগ্রাম ১৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন এম এ মোতালেব সিআইপি
নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি,
সাতকানিয়া লোহাগাড়া ( চট্টগ্রাম ১৫) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব এম এ মোতালেব সিআইপি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আওয়ামী লীগের সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ আ ম ম মিনহাজুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরো, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবাইর, সাতকানিয়া উপজেলা নিবার্চন কমিশনার রিকল চাকমা, লোহাগাড়া সেচ্ছাসেবক লীগ সভাপতি রিদুওয়ানুল হক সুজন, শহিদুল ইসলাম সেলিমসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৩০ নভেম্বর দুপুর ১২টায় সাতকানিয়া উপজেলা নিবার্হী অফিসার ও সাতকানিয়া সহকারী রিটার্রিং অফিসার বাবু মিল্টন বিশ্বাস এর নিকট মনোনয়ন পত্র জমা দেন।