বরগুনায় নারীপক্ষ তারুন্যের কন্ঠস্বর প্লাটফর্ম প্রকল্পের ত্রৈমাসিক বৈঠক এবং আলোচনা সভা আয়োজন করা হয়
বরগুনা প্রতিনিধি :
নারীপক্ষের অধিকার এখানে এখনই (RHRN-2) প্রকল্পের আওতায় , তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম প্রকল্পের বরগুনা সদর উপজেলার আয়োজনে এবং বেসরকারি সংস্থা জাগোনারীর সহায়তায় ত্রৈমাসিক বৈঠক এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার সকাল ৯.৩০ ঘটিকার সময় জাগোনারী পাঠশালা ও গবেষণা কেন্দ্র মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম এর জেলা সমন্বায়ক মোঃ জাকারিয়া মাহামুদ জাহিদ এর সভাপতিত্বে সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহামুদুল হক আজাদ, ডিডি ফ্যামিলি প্লানিং,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুল ইসলাম - সহকারী প্রধান শিক্ষক ফুল ঢলুয়া কাঠালতলী মাধ্যমিক বিদ্যালয়। সভায় আরো উপস্থিত ছিলেন জাগোনারীর কর্মকর্তা আফরোজ সুলতানা আখিঁ, রাবেয়া মুন্নি এবং আমতলী ও পাথরঘাটা উপজেলা এবং বরগুনা সদর উপজেলার তারুণ্যের কণ্ঠস্বর প্লাটফর্ম এর
সদেস্যরা।
তাসনিয়া হাসান অর্পিতা,
বরগুনা,২৬/১২/২৩