কালকিনিতে ওয়াহিদুজ্জামান বুলেটের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনিতে কালকিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান বুলেটের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯মার্চ) বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন ফকিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য মোসাম্মত তাহমিনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা লৎফর সরদার, উপজেলা কৃষকলীগের আহবায়ক এমদাদুল সরদার সহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।