ডাসারে সেরা ভূমি উন্নয়ন করদাতাদের সম্মাননা সনদপত্র প্রদান

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০২:২৩ অপরাহ্ন   |   জেলার খবর


কাজী নাফিস ফুয়াদ ডাসার (মাদারিপুর) প্রতিনিধিঃ 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ বাস্তবায়নের অংশ হিসেবে মাদারীপুরের ডাসারে সেরা ভূমি উন্নয়ন করদাতাদের মাঝে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে। 

আজ (০৮ জুলাই) সোমবার সকালে ডাসার উপজেলার গোপালপুর, কাজীবাকাই, ডাসার,বালিগ্রাম ও নবগ্রাম ইউনিয়নের মধ্যে থেকে বাছাই করে ১৫ জন সেরা ভূমি উন্নয়ন করদাতা'কে এ সম্মাননা সনদপত্র প্রদান করেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ। 

এসময় বিভিন্ন ইউনিয়নের ভুমি কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

জেলার খবর এর আরও খবর: