কালকিনি প্রেসক্লাবের দাতা সদস্য হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ হাওলাদার

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন   |   জেলার খবর


কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী কালকিনি প্রেসক্লাবের নতুন দাতা সদস্য হলেন কালকিনি উপজেলার কৃতি সন্তান দুবাইয়ে ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মাসুদ হাওলাদার।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালকিনি ক্যাপিটাল চাইনিজ রেস্টুরেন্টে কালকিনি প্রেসক্লাবের ২০২৪-২৫ ইং বছরের পূর্ণাঙ্গ কমিটি ও প্রেসক্লাবের নতুন দাতা সদস্য, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়িক ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ ভাবে উক্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

এসময় প্রেসক্লাবে সিনিয়র সহসভাপতি মোঃ জাকির হোসেনের সঞ্চালনায়, নতুন দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মাসুদ হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ে করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কালকিনি প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম সরদার ও সাধারণ সম্পাদক ও স্বদেশ প্রতিদিন পত্রিকার সাহাদাত হোসেন ওয়াশিম। 

এসময় প্রেসক্লাবের অনান্য সদস্যদের ফুল দিয়ে পরিচিতি করেন প্রেসক্লাবের সম্মানিত দাতা সদস্য মোঃ মাহবুব হোসেন মুন্সি ও মোঃ মিজান বেপারী। 

এসময় নতুন দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মাসুদ হোসেন হাওলাদার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ, অনিয়ম আটকে দেন। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখায় সমাজের অসঙ্গতি যেমন বন্ধ হয় ঠিক তেমনি অপসাংবাদিকতার হাত থেকে সাংবাদিকতাকে রক্ষা করে সমাজকে বাঁচাতে হবে। একটি সুন্দর দেশ গঠনের জন্য সাংবাদিকদেন ভূমিকা অপরিসীম। 

উক্ত পরিচিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির প্রধান শিক্ষক বি এম হেমায়েত, বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ মিজান বেপারী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মিজানুর রহমান, বিএনপি নেতা মোঃ মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ খায়রুল আলম, যুবদল নেতা সিরাজুল হক সিরু বেপারী, সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ জসিমউদদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম যুুবদল, নেতা মামুন সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম ও সদস্য সচিব সাইফুল ইসলামসহ সমাজের নানান শ্রেনীর ব্যক্তিবর্গ।

জেলার খবর এর আরও খবর: