নীলফামারীতে আইডিবি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন   |   জেলার খবর


নুরল আমিন রংপুর ব্যুরোঃ


আইডিবি'র গৌরবোজ্জ্বল ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে নীলফামারীতে র‍্যালী ও আলোচনা সভা হয়েছে।


বুধবার (১৩ নভেম্বর/ ২৪) সকালে জেলা ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্সের আয়োজনে একটি র‍্যালী জেলা শিক্ষা প্রকৌশলীর কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। 


এরপর টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে আলোচনা সভা ও বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 


এসময় জেলা আইডিবি'র সাধারণ সম্পাদক হায়দার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, আইডিবি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম- আহবায়ক প্রকৌশলী মোঃ আব্দুছ সাত্তার শাহ্, ভোকেশনাল শিক্ষক সমিতির সিনিয়র সহ- সভাপতি প্রকৌশলী মোঃ সেলিমুর রহমান, নীলফামারী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ হাজেরুল ইসলাম, কিশোরগঞ্জ  বিদ্যা নিকেতনের সিনিয়র ইন্সট্রাকটর ও উপজেলা  জামায়েতে ইসলামীর সাবেক আমীর আক্তারুজ্জামান বাদল, জেলা আইডিবি'র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহাজাহান কবীর লেলিন।

জেলার খবর এর আরও খবর: