উল্লাপাড়ায় ৪০ কেজি গাঁজা উদ্ধার,আটক ২

 প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ অপরাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪০ কেজি গাঁজাসহ দুুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।


আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।


আটক ব্যক্তিরা হলেন, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তর ঝাউলাছড়া গ্রামের মৃত কানা মিয়ার ছেলে আবুল কালাম (২৮) এবং একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে মমিন মিয়া (৩০)।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, গত (৬ এপ্রিল) রবিবার  রাতে উপজেলার ধোপাকান্দি এলাকার রাস্তার উপরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চলানো হয়। এ সময় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্র আইনি মামলা করা হয়। আজ দুপুরে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: