বড়াইগ্রামে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ অনুষ্ঠিত

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন   |   জেলার খবর


স্টাফ রিপোর্টার


সমাজের প্রতি দায়িত্বশীলতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে নাটোরের বড়াইগ্রামে “জুলাই পুনর্জাগরণ” উপলক্ষে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।



শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে ভার্চুয়ালভাবে এ শপথ গ্রহণ কর্মসূচি পালিত হয়। বড়াইগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ভার্চুয়াল শপথের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা।



উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মাঝগাঁও ইউপি’র সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, জুলাই যোদ্ধা মাহবুব হোসেন ও সাদিকুন্নাহার শান্তা প্রমুখ।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সুবিধাভোগী নারী-পুরুষ।

জেলার খবর এর আরও খবর: