সেনা অভিযানে ঠাকুরগাঁওয়ে ১১ লাখ টাকার অবৈধ সার উদ্ধার।

 প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন   |   জেলার খবর


স্টাফ রিপোর্টার,  হাসিনুজ্জামান মিন্টু,, 


বৃহস্পতিবার  রাতে  সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের খালপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করে সেনাবাহিনী।


সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খালপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে একটি ঘর থেকে বিপুল পরিমাণ অবৈধ সার পাওয়া যায়। 


মোহাম্মদ ইসরাফিল অবৈধভাবে  দীর্ঘদিন ধরে সার মজুদ করে বাজারে সারের কৃত্তিম সংকট সৃষ্টি করে আসছিল বলে জানা যায়। অভিযানে ৩৪৩ বস্তা টিএসপি, ৪৪৭ বস্তা এমওপি, ১৫২ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা ডিএপি সারসহ মোট ৯৪৭ বস্তা সার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১১ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

জেলার খবর এর আরও খবর: