রাজধানী ডিবি পুলিশ অভিযানে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের সদস্য আটক-৫।

মোঃ মোশারেফ নিজস্ব প্রতিনিধি
ঢাকা, ৩০ জুলাই ২০২৫ খ্রি.
রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ মোবাইল ফোন চোরাকারবারি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নাছির সরকার (৩৮) ২। মোঃ ইকবাল হোসেন (৫০) ৩। আব্দুল রাড়ী (৩৭) ৪। মোঃ আব্দুল কাদের (৫০) ও ৫। মোঃ মনির হোসেন (৩২)।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৫:৩০ ঘটিকায় ডেমরা থানার সুন্না টেংরা এলাকায় এবং রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন নগর ভবনের সামনে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী জোনাল টিম।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএমপির ওয়ারী বিভাগ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ডেমরা থানাধীন সুন্না টেংরা এলাকা এবং শাহবাগ থানা এলাকার নগর ভবনের সামনে ফুটপাতের উপর কতিপয় ব্যক্তি বিপুল পরিমান চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ৫ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১২৩টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের ৪/৫ জন সহযোগি কৌশলে পালিয়ে যায়।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মোবাইল ফোন চোরাকারবারী চক্রের সক্রিয় সদস্য। তারা উক্ত চোরাই মোবাইল ফোন গুলো বিক্রয় করার জন্য উল্লেখিত স্থান সমূহে অবস্থান করছিল। তারা দেশের বিভিন্ন স্থানে ছিনতাই/চুরি হওয়া মোবাইল ফোন গোপনে সংগ্রহ করে ঢাকায় এনে বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।