বদরগঞ্জে চুরি বন্ধ হয়নি, আতঙ্কে গ্রামজুড়ে মানুষের কান্না

বদরগঞ্জ প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জ উপজেলায় চুরির ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এলাকাবাসীর দাবি—চুরি যেন এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ফলে রাতের বেলা সাধারণ মানুষ আর নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না।
স্থানীয়রা জানিয়েছেন, কখনো গরু-ছাগল, কখনো ধান-চাল, আবার কখনো বাজার ও দোকানের মালামাল নিয়ে যাচ্ছে চোরচক্র। অনেক পরিবার রাতের বেলায় ভোর পর্যন্ত জেগে থেকে বাড়িঘর পাহারা দিতে বাধ্য হচ্ছেন। কারও গোয়ালঘর থেকে গরু-ছাগল উধাও হচ্ছে, কারও উঠান থেকে চাল-ডাল চুরি হচ্ছে। শুধু তাই নয়, বাজারে তালা ভেঙে দোকানের মালামাল চুরি করাও এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ভুক্তভোগী সাধারণ মানুষ বলছেন—চুরি বন্ধে কোন কার্যকর ব্যবস্থা না থাকায় চোররা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। একেক রাতে একাধিক এলাকায় চুরির ঘটনা ঘটছে। এতে গ্রামেগঞ্জে আতঙ্ক আরও বাড়ছে।
এলাকার প্রবীণ ব্যক্তিরা জানান, আগের দিনের মতো এখন মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে না। বাড়ির পুরুষরা রাত জেগে পাহারা দিচ্ছেন, আবার মহিলারাও ভয়ে আতঙ্কে থাকছেন। শিশু ও বৃদ্ধরাও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
সচেতন মহলের মতে, এভাবে চুরি চলতে থাকলে সাধারণ মানুষ চরম ক্ষতির মুখে পড়বে। তারা বলছেন—বদরগঞ্জে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে, না হলে চুরি আরও ভয়াবহ আকার ধারণ করবে।