ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রান হারালো ২ কিশোর

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন   |   জেলার খবর


রবিউল আলম, দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায়  হারিয়ে গেল দুই যুবকের তাজা প্রান। এ  দুর্ঘটনায় আরও একজন গুরুতর  আহত হয়েছেন। শুক্রবার (৫ ই, ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ঘিওর নদীর ওপর নতুন ব্রিজের উত্তর পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন—টাঙ্গাইলের নাগরপুর থানার চাষাভাদ্রা এলাকার ময়নাল মন্ডলের ছেলে সুজন (২৪) ও ধুপরিয়া এলাকার বাবুলের ছেলে সোহান (২৩)। আহত হয়েছেন টেংরি পাড়া এলাকার জাকিরের ছেলে মারুফ (২৪)।


প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে পড়ে যায়। এতে গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে ঘিওর  হাসপাতালে নিলে হাসপাতালের  চিকিৎসক, সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন। চাষাভাদ্রা গ্রামের মোঃ বেলাল মেম্বার জানান  চাষাভাদ্রা গ্রামের  ময়নাল মন্ডলের ছেলে, সুজন বন্ধুর নতুন মোটরসাইকেল চড়ে বন্ধুদের নিয়ে মনের উল্লাসে  ড্রাইপ করে।বন্ধুদের নিয়ে উল্লাস আর থাকলো না, প্রান ঝরে গেল অকালেই।দুই পরিবারের কান্নার আজাহারীতে শোকের মাতম বিরাজ করছে। 


ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. কোহিনূর মিয়া বলেন, দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন।আইনি প্রক্রিয়া   শেষ লাশ দুটিকে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: