বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি বাসায় বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ শার্শা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ

মনা যশোর প্রতিনিধিঃ
আজ সকালে বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি এর নিজস্ব বাসভবনে বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ শার্শা উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের আহ্বান জানান—
“আপনারাই জাতির গর্ব, জাতির সূর্যসন্তান। বর্তমান ও আগামীর প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুদায়িত্ব আপনাদের কাঁধেই। সেই মহান মুক্তিযুদ্ধের দিনগুলোতে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম ও বীর বিক্রমদের সঙ্গে নিয়ে মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে আপনারাই ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তির লড়াইয়ে। নতুন প্রজন্ম যেন প্রকৃত ইতিহাস জানতে পারে, সেই সঠিক ইতিহাস আপনাদেরই তুলে ধরতে হবে।
এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন—
"বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা বীর মুক্তিযোদ্ধারা। যে সমস্ত প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা বিগত মাফিয়া স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে ভূয়া মুক্তিযোদ্ধাদের জন্য সব ধরনের সামাজিক অবস্থান থেকে বঞ্চিত ছিলেন, তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে বলছি— ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের বাংলাদেশে প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ফিরে পাবেন।"
এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের আহ্বান জানান—
আপনারা জাতির সূর্যসন্তান। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে বীর মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরবেন।
উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ শার্শা থানার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ:
আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনছার আলী
সদস্য সচিব: বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বাবলা
যুগ্ম আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা আবু জাফর
সদস্য: সদস্য: বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ নবী, বীর মুক্তিযোদ্ধা এসকে শহীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা অলিউল্লাহ।