বিজিবির অভিযানে যশোর-নড়াইল মহাসড়ক হতে ১০ বোতল বিদেশী মদ ও মোবাইল সহ ১ জন ভারতীয় নাগরিক গ্রেফতার

 প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন   |   জেলার খবর



মোশারেফ যশোর প্রতিনিধিঃ

যশোরের কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে বাউলিয়া বাজার এলাকায় পাকা রাস্তার উপর হতে ০১ জন ভারতীয় নাগরিকসহ ১০ বোতল বিদেশী মদ এবং ০১টি মোবাইল আটক করে। আটককৃত ব্যক্তির ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত মদগুলো পাওয়া যায়। আটককৃত ভারতীয় নাগরিককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারতে থেকে যশোর হয়ে ঢাকা পাচার করার উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিল। আটককৃত ভারতীয় নাগরিকের নাম ও ঠিকানা- উত্তম হালদার (৩৯), পিতা-জীবন হালদার, গ্রাম ও পোস্ট-পুরাতন বনগাঁ, সাত ভাই কালিতলা, কুটিপাড়া, থানা-বনগাঁ, জেলা-উত্তর চব্বিশ পরগনা।


আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: