বড়াইগ্রামে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য অধ্যাপক এম লুৎফর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জোয়ারী ইউপি চেয়ারম্যান আলী আকবর, বিএনপি নেত্রী মহুয়া নুর কচি, চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভীন, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা বয়েত রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী গোপাল কুমার দাস ও যুগ্ম সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র সরকার, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নুহ ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সামগ্রিক সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। পূজা যেন সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের উৎসবে পরিণত হয়, সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি আরো জানান, এ বছর উপজেলায় মোট ৪৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।