রাজধানী মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কবজি কাটা আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রিয়াজ ও জাল টাকার কারবারি জীবন আহমেদ পলাশসহ ১৬ জন গ্রেফতার

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোশারেফ হোসেন নিজস্ব প্রতিনিধিঃ

বিশেষ অভিযানে কবজি কাটা আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্য রিয়াজ ও জাল টাকার কারবারি জীবন আহমেদ পলাশসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।


গ্রেফতারকৃতরা হলো- ১। রিয়াজ (২৩) ২। জীবন আহম্মেদ পলাশ (৪৫)৩। শাহীন (২৫) ৪। হৃদয় (২২) ৫। পাপ্পু (২৮) ৬। হাবিব (১৯) ৭। অনিক (৩৬) ৮। হাবিব (২১) ৯। নান্নু (৫০) ১০। শুভ (২৪) ১১। ইউসুফ (৩৪) ১২। ইকবাল (৩২) ১৩। রুবেল (২০) ১৪। নাদিম (২১) ১৫। জামাল (৩৪) ও ১৬। জুয়েল সর্দার (২৮)।


মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি সামুরাই চাপাতি, নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।


গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: