লালপুরে 'জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন   |   জেলার খবর


লালপুর (নাটোর)  প্রতিনিধিঃ


নাটোরের লালপুরে 'জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোহরকয়া ডিগ্রী ও অনার্স কলেজ আয়োজিত কলেজের সেমিনার কক্ষে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অত্র কলেজের অধ্যক্ষ ড. ইসমত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর আবদুল্লাহ আল মামুন।


সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চল পরিচালক প্রফেসর আছাদুজ্জামান। মূখ্য আলোচক ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডঃ. মোঃ ইব্রাহিম আলী। সেমিনারে আলোচক হিসেবে আলোচনা করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ মাহবুব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএম অনুষদের শিক্ষক অধ্যাপক ড. এ গোলাম আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, জনপ্রতিনিধি অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মাওলানা আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ইমাম হাসান মুক্তি, শিক্ষক প্রতিনিধি কাজী মোঃ আলী জিন্নাহ। সেমিনারে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা শিহাব উদ্দিন।


সেমিনারে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, ধর্মীয় নেতা,  রাজনীতিবিদ, সামাজিক রাজনৈতিক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রবন্ধে অধ্যাপক মামুন জনমনে বৈষম্য, চাকুরীতে কোটা ব্যবস্থা, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা সহ বিপ্লবের বিভিন্ন প্রেক্ষাপটের  বিষয়ে তিনি তার লিখিত প্রবন্ধে তুলে ধরেন। তিনি তার প্রবন্ধে জুলাই বিপ্লবের প্রত্যাশার মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা, জুলাই সনদ ঘোষণা সহ ১১ দফা প্রস্তাব পেশ করেন।

জেলার খবর এর আরও খবর: