যশোর শার্শা উপজেলার ২ নং লক্ষণপুর ইউনিয়নে বিএনপির “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন মফিকুল হাসান তৃপ্তি
মোশারেফ হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে শার্শা উপজেলার ২ নং লক্ষণপুর ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ পরিচালনা করেন শার্শার কৃতি সন্তান কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
লিফলেট বিতরণের অংশ হিসেবে লক্ষণপুর ও আশেপাশের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জনগণের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং এ কর্মসূচির তাৎপর্য সম্পর্কে জনগণকে অবহিত করেন।
লিফলেট বিতরণ শেষে শিকারপুর বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার কৃতি সন্তান মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা।
এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা গড়ে তুলব একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ।
