জনতার দলের নিবন্ধন প্রাপ্তিতে চট্টগ্রামে কেক কেটে আনন্দ উদযাপন
মোঃ মুবিনুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জনতার দল আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পাওয়ায় চট্টগ্রাম জেলায় আনন্দ উৎসব ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম জেলা প্রধান কার্যালয়ে জেলা কমিটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা সভাপতি এডভোকেট মুহাম্মদ আবছারুল হক। পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আলম।
সভাপতির বক্তব্যে এডভোকেট আবছারুল হক জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল (অব.)–এর দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, চট্টগ্রামবাসীর জীবনমান উন্নয়ন ও জনগণের স্বার্থে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আগামীর জাতীয় নির্বাচনে জনতার দল কলম মার্কা প্রতীক নিয়ে অংশগ্রহণ করবে বলেও তিনি জানান।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনতার দল আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে একাধিক আসনে বিজয় অর্জন করবে।
সভায় উপস্থিত চট্টগ্রামের থানা কমিটির নেতৃবৃন্দ জনগণের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
বেলায়েত হোসেন, মো. নোমান, মনিরুজ্জামান, আরিফুজ্জামান প্রিন্স, গোলাম মোস্তফা, বেলায়েত হোসেন, বাকের, সেলিম, আজিম, ফজলু, ইউসুফ, আনোয়ার, রাকিব, শাহিন গাজী, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আঞ্চলিক সভাপতি ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী'সহ চট্টগ্রাম মহানগর ও থানা কমিটির নেতৃবৃন্দ।
