ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে স্বতন্ত্র প্রার্থী এম এম হোসাইনকে ঘিরে বাড়ছে আলোচনা
ফরিদপুর প্রতিনিধি:
যত দিন যাচ্ছে ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। নির্বাচনী হাওয়া ক্রমেই জোরালো হচ্ছে এই তিন উপজেলার গ্রাম-গঞ্জে। এরই মধ্যে ব্যাপক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমাল ইউসুবের জামাতা এম এম হোসাইন। তিনি এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও নানা জল্পনা-কল্পনা। ইতোমধ্যে এম এম হোসাইন ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন। গ্রাম থেকে পাড়া-মহল্লায় গিয়ে তিনি ভোটারদের দোরগোড়ায় উপস্থিত হয়ে নিজের রাজনৈতিক ভাবনা ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন।
এম এম হোসাইনের প্রচারণায় তরুণ ভোটার ও সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমাল ইউসুবের পারিবারিক সম্পর্কের পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি এম এম হোসাইনের জন্য বাড়তি ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
সব মিলিয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনে এবারের নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আলোচিত হতে যাচ্ছে, তা এখন থেকেই স্পষ্ট। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম এম হোসাইনের অবস্থান ও প্রভাব শেষ পর্যন্ত কোন দিকে যায়—সেদিকে নজর রাখছে পুরো এলাকার রাজনৈতিক মহল।
