বদরগঞ্জ হাটে মুরগি–কবুতর–হাঁস কিনতে গিয়ে ক্রেতাদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


বদরগঞ্জ প্রতিনিধি 

রংপুরের বদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বদরগঞ্জ হাটে মুরগি, কবুতর ও হাঁস কিনতে গিয়ে ক্রেতাদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটে পশু-পাখি কিনতে আসা ক্রেতাদের কাছ থেকেও নির্দিষ্ট অঙ্কের টাকা খাজনা হিসেবে আদায় করা হচ্ছে। অথচ নিয়ম অনুযায়ী খাজনা দেওয়ার কথা বিক্রেতাদের, ক্রেতাদের নয়। ফলে সাধারণ মানুষ অযথা আর্থিক চাপের মুখে পড়ছেন।

হাটে আসা একাধিক ক্রেতা জানান, অল্প টাকায় মুরগি বা হাঁস কিনলেও খাজনার নামে টাকা দিতে বাধ্য করা হচ্ছে। টাকা না দিলে পণ্য নিয়ে যেতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, হাট ইজারা ব্যবস্থাপনায় স্বচ্ছতা না থাকায় এমন অনিয়ম হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

এলাকাবাসীর দাবি, বদরগঞ্জ হাটে ক্রেতাদের কাছ থেকে খাজনা আদায় বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।

জেলার খবর এর আরও খবর: