সিরাজগঞ্জের হাট বাজারে কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে।ঈদকে সামনে রেখে জেলার কালিয়া কান্দাপাড়া, বোয়ালিয়া,সলঙ্গা, হাট পাঙ্গাসী, চান্দাইকোনা,বড়হার,শালুয়াভিটাতালগাছি,মোহনপুর, নলকা,উল্লাপাড়া গ্যাস লাইন হাট সহ বিভিন্ন পশুর হাটে আগে থেকেই কোরবানির পশু ক্রয় বিক্রয় শুরু হয়েছে।
গতকাল সোমবার জেলার উল্লেখযোগ্য সলঙ্গা হাট ঘুরে কোরবানির পশু কেনাবেচার খবর জানা যায়।
এদিকে হাটে আসা ক্রেতা বিক্রেতারা বলেন,হঠাৎ করে পশুর খাদ্য ও ঔষধের দাম বেশি পাওয়ায় খামারিরা পশু পালনে লোকশান হওয়ার সম্ভাবনার কারণে আগেই ভাগেই কোরবানির পশু বিক্রি শুরু করেছেন।
দূর দুরান্ত থেকে আসা ব্যাপারীদের সাথে কথা বলে জানা যায়,এবারে পশু পালনে কৃষকের খরচ অনেকগুণে বেশি হওয়ায় হাটে কেনা বেচা অনেক কম হচ্ছে।তবে আমদানি হচ্ছে বেশি। এবার কোরবানির পশুর দাম কেমন হবে, এ বিষয়ে কেউ অগ্রীম মন্তব্য করতে পারছেন না। তবে যা বেচাকেনা হচ্ছে,সেটি চুড়ান্ত দাম বলেই বেপারীরা জানান।
অপর দিকে এখন হতে কোরবানির পশুর হাট জমজমাট হবে বলে হাট কমিটি গরুর হাট প্রস্তত করতে জোর প্রস্তুুতি নিচ্ছেন।