পাইকগাছায় রাতের আঁধারে পূজা মন্দিরে প্রতিমা ভাঙচুর: দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর নিন্দা

 প্রকাশ: ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন   |   রাজনীতি


খুলনা জেলার দক্ষিণ পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত শিবের বাটি রাস মন্দিরে গভীর রাতের আঁধারে একদল দুর্বৃত্ত প্রতিমা ভাঙচুর করেছে। ঘটনাটি জানার সাথে সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, খুলনা অঞ্চলের সরকারি সহকারী পরিচালক এবং কয়রা–পাইকগাছা–খুলনা-৬ আসনের এমপি প্রার্থী জননেতা মাওলানা আবুল কালাম আজাদ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাওলানা আবুল কালাম আজাদ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, প্রশাসনকে অবিলম্বে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। দোষীরা অবশ্যই শাস্তি পাবে। আমাদের শান্ত দেশকে অশান্ত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে চক্রান্ত করছে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কয়রা-পাইকগাছার শান্ত পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “এই অঞ্চলে মুসলিম ও হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সাথে বসবাস করে আসছে। হঠাৎ করে প্রতিমার ওপর আঘাত করে যারা সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে চায়, তারা দেশ ও জাতির শত্রু। জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করাই তাদের উদ্দেশ্য।”

এসময় মাওলানা আবুল কালাম আজাদ ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে প্রশাসনের ঊর্ধ্বতন মহলকে অবগত করেন এবং সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সারোয়ার, খুলনা জেলা দক্ষিণ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবু জার আল গিফারী, জামায়াতে ইসলামীর জেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, জামায়াতে ইসলামীর পাইকগাছা পৌরসভার আমীর ড. আসাদুল হক, নায়েবে আমীর মুহাদ্দিস স. ম. আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো: শফিয়ার রহমান, অর্থ সম্পাদক জনাব শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন পাইকগাছা পৌরসভার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইদুল ইসলাম, পাইকগাছা থানা দক্ষিণ সভাপতি স.ম. তারিক মাহমুদ, গজালিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসেন সহ আরও অসংখ্য নেতৃবৃন্দ।

উপস্থিত সকলেই এই ঘৃণিত কর্মকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রাজনীতি এর আরও খবর: