সলঙ্গায় নিত্যপন্যের দাম নিম্ন-মধ্যবিত্তদের নাগালের বাইরে

 প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন   |   অর্থ ও বাণিজ্য



সিরাজগঞ্জ প্রতিনিধি :

পবিত্র রমজান মাসের শুরুতেই সিরাজগঞ্জের সলঙ্গায় নিত্য পন্যের দাম বেড়ে চলেছে। সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত আয়ের মানুষের যেন ভোগান্তির শেষ নেই। থানার বিভিন্ন হাট-বাজারে মুরগী,খাসি ও গরুর মাংসের দাম বেড়েই চলেছে। অন্য সব পণ্যের দামও রয়েছে চড়া। থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন বাজারের এমন চিত্র।

হাট-বাজার ঘুরে দেখা যায়, বাজারে গরুর মাংস বাড়তি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকা।কয়েক দিন আগেও কিছুটা ছিল সাধ্যের মধ্যে। খাসির মাংশের দাম তো সাধারনের নাগালের বাইরে।


শুধু তাই নয়, বাজারে আবারো দাম বেড়েছে ব্রয়লার,সোনালি, লেয়ারসহ দেশী মুরগীর। বাজারে ব্রয়লার ২৫০ টাকা,সোনালী ৩৬০ টাকা, লেয়ার ৩২০ টাকা।


সবজির বাজার ঘুরে দেখা গেছে, আকারভেদে সকল সবজির দাম চড়া।শসা ৫০ টাকা, বেগুন ৬০ টাকা,টমেটো ৩০ টাকা ,শিম ৭০ টাকা, করলা ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, পটল ৭০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা,আদা ১৪০ টাকা ছাড়াও অন্যান্য সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। 

কিছুটা কমেছে কাঁচা মরিচের দাম। তবুও কেজি ১০০ টাকা।

তবে আগের দামেই পেঁয়াজ বিক্রি হচ্ছে।ইদানিং রসুনের দাম হঠাৎ বৃদ্ধি, কেজি ১২০ টাকা। 

তবে বাজারে আলুর দাম স্থিতিশীল। এভাবে চাল,ডাল, চিনি,আটা,ময়দা,তেল, ডিম,মসলা,মাছের দাম অনেকগুণেই বেড়ে চলেছে। সব মিলে মাহে রমজানের শুরুতেই নিত্যপন্যের বাজারে যেন আগুন লেগেছে। সলঙ্গা থানা সদর কাঁচা বাজারের কোন দোকানেই মুল্য তালিকার চার্ট নেই। রমজানকে পুজি করে বিক্রেতারা গ্রাহকদের ঠকাচ্ছে বলে অভিযোগ উঠেছে। । এভাবে নিত্য পন্যের দাম বাড়তে থাকলে মধ্য ও নিম্নবিত্ত মানুষ দিশেহারা হয়ে পড়বে।তাই সংশ্লিষ্টদের কাছে বাজার মনিটরিং দাবী সাধারন ক্রেতাদের।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: