পবিত্র রমজানে কোরআনের পাখিদের খোঁজ খবর নিলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কো: লি

নিজস্ব প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার অন্যতম হিফজখানা মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত এ পবিত্র রমজান মাসে কোরআনের পাখিদের খোঁজ খবর নিলেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড লোহাগাড়া মোট্টো।
১২ মার্চ, মঙ্গলবার, দুপুর ২টায় মাদ্রাসা পরিদর্শনে আসেন সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড লোহাগাড়া মেট্টোর সিনিয়র ইউনিট ম্যানেজার মোহাম্মদ আরিফ উল্লাহ।
সাথে উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, এফ এ মোহাম্মদ দেলোয়ার হোসেন ও এফ এ মোহাম্মদ আব্বাস উদ্দিন।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আব্দুশ শাকুর ও উপদেষ্টা শহিদুল ইসলাম মুন্না আগত অতিথিদের স্বাগত জানান।
আগত অতিথিরা মাদ্রাসার পরিবেশ ও পড়াশুনার মান নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন এবং সুন্দর ব্যবস্থাপনার জন্য কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।