গার্মেন্টস শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে

স্টাফ রিপোর্টার মোঃ আজাদ মুন্সী সাভার ঢাকা।
আমার মাথায় একটা জিনিস আসে না সবাই গার্মেন্টস বন্ধ করতে বলছে কেন ? কোটি কোটি মাস্ক লাগবে , পোশাক লাগবে এগুলো কে বানাবে যদি গার্মেন্টস বন্ধ করে দেন । এমন ও হতে পারে বায়ার রা এগুলো অর্ডার দিতে পারে । তাই গার্মেন্টস বন্ধ করতে সরকার কে উৎসাহিত না করি । এমন ও অনেক মানুষ আছে যারা চান গার্মেন্টস শিল্প বন্ধ হয়ে যাক ।কারন তারা দেশের ভালো চায় না । মারা গার্মেন্টস বন্ধ করে দেন বলে পোস্ট দিতেছেন তারা কি খবর নিয়েছেন বিশ্বের অন্যান্য দেশের কি অবস্থা যারা তৈরি পোশাক শিল্পে কাজ করে তারা কি বন্ধ করে দিয়েছে কিনা । যেমন , ভারত , কম্বডিয়া , ভিয়েতনাম , মরিচাস , জডান , পাকিস্তান, তারা এখন ও বন্ধ করে নাই কারন তারা অনেক সচেতন দেশের উন্নয়নে ও নিজের স্বার্থে । তাই আসুন গার্মেন্টস বন্ধ করে নয় সবাই কে সচেতন করে এই শিল্পের সঙ্গে জড়িত সবাইকে উৎসাহিত করি ।আর সাথে সাথে বাংলাদেশ এর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করি গার্মেন্টসের মালিকদের আপনার পক্ষ থেকে সাহায্য দিয়ে এই শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবেন ।