দেশের উদ্যোক্তাদের মাথায় হাত?

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ১২:৩৮ পূর্বাহ্ন   |   অর্থ ও বাণিজ্য


হৃদয় হোসেন রত্ন,

করোনা ভাইরাস ( কোভিট-১৯) থামিয়ে দিয়েছেন আজ সারাবিশ্বের গতি। প্রত্যেকটা দেশ যেন পার করছে এক অভিশপ্ত সময়। গত বছর ডিসেম্বর মাসের শেষের দিকে চীনের উহান প্রদেশ যে করোনাভাইরাস এর দেখা দিয়েছিল ।

আজ সেটার জন্য সারা বিশ্ব থমকে রয়েছে।

সারা বিশ্বের সাথে থমকে গিয়েছে আমার মাতৃভূমি সোনার বাংলাদেশ।

আমাদের দেশের ক্ষুদ্র ব্যবসায়ীরা পোশাক ক্ষেত্রে নতুন নতুন ফ্যাশন ডিজাইন উপস্থাপন করেন নববর্ষ ঈদুল ফিতরকে কেন্দ্র করে।

তারা নানান উপায় ব্যাংক লোনের মাধ্যমে অনেক টাকা ইনভেস্ট করে থাকেন।

তার ধারাবাহিকতায় এ বছরও তারা ইনভেস্ট করেছিলেন ।এবং নববর্ষ ও ঈদ উপলক্ষে নতুন নতুন ডিজাইনের পোশাক বাজারজাত করার চেষ্টায় ছিলেন।

কিন্তু গত মাসের ৮ তারিখে বাংলাদেশে প্রথম করণা  রোগী শনাক্ত হয়।

এবং সারাদেশ লকডাউন ঘোষণা হয়।

যার ফলে এবছর নববর্ষের সকল প্রোগ্রাম বাতিল করা হয়েছে।

সকল শপিং মল ,ছোট দোকান ,বড় দোকান সবগুলোই বন্ধ আছে।

যেহেতু ক্রেতারা কোন প্রোগ্রাম করতে পারছে না ,তাই তারা পোশাক কেনার জন্য কোন আগ্রহ নন।

কিন্তু উদ্যোক্তারা তো তাদের পোষাক কমপ্লিট করে রেখেছে। যে কারণে উদ্যোক্তারা বিরাট সমস্যায় পতিত হয়েছে এবং তার ভিশন সমস্যায় পড়েছে।

করোনার পরিস্থিতিতে সারাবিশ্ব অনেক বড় অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যাচ্ছে।

এরকম মহামারী যদি আরো ৬ মাস থাকে হয়তো এ বিশ্ব অনেক পিছিয়ে যাবে।

বলাবাহুল্য করনার মহামারীতে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর: