আজ ৩ ফেব্রুয়ারি আনিশা শরীফ এর প্রথম জন্মদিন।

আজ ৩ ফেব্রুয়ারি ২০২০ আনিশা শরীফ এর প্রথম জন্মদিন। পিতাঃ মোঃ আরকান শরীফ মাতা লুনা খান এর কোল জুড়ে আলোকিত করলো আনিশা শরীফ মা মনি।
আমাদের ছোট্ট পরী, তুমি আমাদের জীবনে দিনের আলো রাতের তারা। তোমার জীবনের প্রতিটা দিন হয়ে উঠুক আনন্দময় আর খুশিতে ভরপুর। শুভ জন্মদিন মা মনি আনিশা শরীফ।
বিদ্রঃ মা বাবার কলম, সকলে আমাদের মা মনি আনিশা শরীফ এর জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো ওকে সব সময় সুস্থ রাখেন এবং ও যেনো বড় হয়ে মানুষ এর মতো মানুষ হয়।