পৃথিবীর সবচেয়ে ছোট গরু এখন বাংলাদেশে।

প্রতিবেদক, টিপু সুলতান বিজয়ঃ
খর্বাকৃতির এক গরুর সন্ধান পাওয়া গিয়েছে ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম শিকড় এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে।এই গরুর নাম রাখা হয়েছে রাণী রাণীকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে এই খামারে।
পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসাবে গিনেস বুকে নাম লেখার অপেক্ষায় আছে রাণী। খামারটির মালিক বলেছে এরই মাঝে গিনেস বুকের সাথে যোগাযোগ করা হয়েছে তারা রিপ্লাই দিয়েছে। ৯০ দিনের ভিতর সকল প্রক্রিয়া শেষ করার কথা জানিয়েছে তারা। রানীর উচ্চতা ২০ ইঞ্চি, ওজন ২৬ কেজি, লম্বা ২৭ ইঞ্চি, বয়স ২ বছর।।
বর্তমানে পৃথিবীর ছোট গরু হিসাবে গিনেস বুকে জায়গা দখল করে আছে। ভারতের কেরালা রাজ্যের একটি গরু যার উচ্চতা ২৬ ইঞ্চি ও ওজন ৪০ কেজি। কিন্তু এর চেয়ে সব দিক দিয়ে ছোট বাংলাদেশের রাণীর।