সন্দ্বীপ উপজেলা আকবরহাট পাঠশালা ৫ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পুষ্পেন্দু মজুমদার,
চট্টগ্রাম প্রতিনিধিঃ
সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে অবস্থিত শিশুদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আকবরহাট পাটশালা ৫ম শ্রেণীর ছাত্র/ছাত্রীদের বিদায় অনুষ্ঠান ৯ ডিসেম্বর সকাল ১১ টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।আকবরহাট পাঠশালার স্কুলের প্রধানশিক্ষক জেসমিন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্কুলের পরিচালক ইমরুল হায়দার , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক পুষ্পেন্দু মজুমদার, মোঃ মুরাদ ও মোঃ আমিনুল ইসলাম।
এছারা বিদায়ী ছাত্র/ছাত্রীদের পক্ষে মানপত্র পাঠ করেন মোঃ আবদুল্লাহ্যা আল হোসাইন, বক্তব্য দেয় শিহাব উদ্দিন রাহী,আবিদা খানম তাসপিয়া,
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষকী কুলছুমা বেগম,রাজিয়া সুলতানা,সৈয়দা তামান্না,নাহিদা আকতার
বিদায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন শিহাব উদ্দিন রাহী, অনুষ্ঠাটি পরিচালনা করেন ইসরাত জাহান।