জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বিভিন্ন পাঠাগারে রুডো’র বই প্রদান

রাজশাহী প্রতিনিধিঃ ‘জাতীয় গ্রন্থাগার দিবস’ উপলক্ষে আজ শনিবার সকালে রুডোর প্রশিক্ষণ কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডে) রাজশাহীর উদ্যোগে ও কেন্দ্রীয় কিশোর পাঠাগার এর সহযোগিতায় রুডো শিক্ষা কর্মসুচির আওতায় রাজশাহী জেলার ১০টি পাঠাগারকে পাঠ্যাভাস গড়ে তোলার লক্ষে বিনামূল্যে বই প্রদান করা হয়েছে। বইপ্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মো: জুলফিকার হায়দার। রুডোর নিবার্হী পরিচালক ও কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জননী গ্রন্থাগার ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাতা আমিনুল হক রিন্টু, কামারগা কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রভাত মৃধা, বেলগাছি লাইব্রেরির আবুল বাসার, রহিম বক্স স্মৃতি পাঠাগারের জিয়াউর রহমান , রুডোর এলইজিডি প্রকল্পের কোÑঅডিনের্টও নাহিদা পারভিন, প্রশাসনিক কর্মকতার্ সুজন আলী প্রমুখ। রুডোর নিবার্হী পরিচালক ও কেন্দ্রীয় কিশোর পাঠাগারের প্রতিষ্ঠাতা সোহাগ আলীর বলেন রুডো শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং কেন্দ্রীয় কিশোর পাঠাগার দীর্ঘদিন যাবত সেলুন পাঠাগার, পলান সরকার বইপড়া আন্দোলনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা নতুন পাঠক সৃষ্টির লক্ষে এবার বিভিন্ন বেসরকারি গণগ্রন্থাগারকে বই উপহার হিসেবে প্রদান করলাম। আশা করি আগামিতে আরো বেশি গণগ্রন্থাগারকে বই উপহার দিতে পারবো।