গোপালপুর পৌরসভা ‘খ’ শ্রেণীতে উন্নীত

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভাকে ‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্থাণীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারী কৃত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এবিষয়ে গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি জানান, আমার নির্বাচনী ইশতেহারে পৌরসভাকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করার কথা ছিল, প্রথম বছরেই তা করা হলো। পৌরসভাকে মডেল পৌরসভা হিাবে গড়ে তোলা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।