তামান্নার সার্বিক খোঁজ-খবর নিতে আসেন কেন্দ্র ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক

 প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২২, ১১:১৩ অপরাহ্ন   |   শিক্ষা



আব্দুল জব্বার, যশোর জেলা ব‍্যুরো প্রধান।


যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামে এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী তামান্না আক্তার নূরার সার্বিক খোঁজ-খবর নিতে আসেন তার বাড়িতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।


কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তামান্না আক্তারের উদ্দেশে বলেন, অদম্য ইচ্ছাশক্তি থাকলে সব প্রতিকূলতাকে জয় করা সম্ভব। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ধারাবাহিকভাবে পিইসি, জেএসসি, এসএসসির মতো এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ প্রাপ্তি একটি অনন্য অর্জন। এ সফলতা দেশের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা জোগাবে।


তামান্নার উচ্চশিক্ষা ও পরবর্তী স্বপ্ন পূরণে বিশ্ব মানবতার মা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আমরা আওয়ামী ছাত্রলীগ পরিবার সব সময় পাশে থাকবো বলেও আশ্বাস দেন জয় ও লেখক ভট্টাচার্য।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি সালা উদ্দিন চৌধুরি পিয়াস, সাধারণ সম্পাদক পল্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসানুল হাবিব শিপলু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিছার আলী, বাঁকড়া বাজার কমিটির সভাপতি সামাদ দপ্তরী, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান, যুবলীগ নেতা মিঠু বিশ্বাস, ঢাকা, যশোর, ঝিকরগাছা উপজেলা ও বাঁকড়া ইউনিয়নের আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা এর আরও খবর: