কালকিনিতে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী পেমেন্ট গেটওয়ের চুক্তিপত্র স্বাক্ষর

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন   |   শিক্ষা


শেখ লিয়াকত আহমেদ, নিজস্ব প্রতিবেদক 

ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে স্কুলের ছাত্র-ছাত্রীদের সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের (SPG)  মাধ্যমে বেতন, ফি, চার্জ অনলাইন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে আদায়ের নিমিত্তে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমী ও সোনালী ব্যাংক পিএলসি, কালকিনি শাখা, মাদারীপুর এর মধ্যে এক চুক্তিপত্র স্বাক্ষর  অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২অক্টোবার) দুপুরে কালকিনিতে সোনালী ব্যাংক পিএলসি কালকিনি শাখা, মাদারীপুরের আয়োজনে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর হল রুমে উভয় পক্ষের মধ্যে উক্ত চুক্তিপত্রটি সম্পন্ন হয়। 

এতে সোনালী ব্যাংকের পক্ষে মাদারীপুর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন এবং কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর পক্ষে স্বাক্ষর করেন প্রধান শিক্ষক বি.এম. হেমায়েত হোসেন। 

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ হেমায়েত হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রিন্সিপাল অফিসের এজিএম সোনালী ব্যাংক পিএলসি মাদারীপুর ভুবেন্দ্রনাথ বিশ্বাস, সোনালী ব্যাংক পিএলসি কালকিনি শাখার ম্যানেজার মোঃ কাইয়ুম আলী, কালকিনি উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আঃ মালেক হাওলাদার, সাবেক ডেপুটি কমান্ডার আঃ জলিল আকন সহ স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

শিক্ষা এর আরও খবর: