ইউনিভার্স একাডেমির শিক্ষার্থীদের ফলাফল ও পুরস্কার বিতরণ

 প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন   |   শিক্ষা



 সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার অন্যতম শিশু শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১০টায় উপজেলার ধানগড়া বাজার এলাকায় সেন্টার পয়েন্টে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,রায়গঞ্জ উপজেলা শিক্ষা প্রাথমিক কর্মকর্তা মো. আপেল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিভার্স একাডেমির অধ্যক্ষ বিজয় কুমার সাহা। শিক্ষক আলহাজ আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও একাডেমির পরিচালক গোলাম মোস্তফা সরকার, রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. সাজেদুল আলম, অভিভাবকদের মধ্যে বিদ্যুৎ কুমার মোদক, শামসুন্নাহার প্রমুখ। অনুষ্ঠানে একাডেমির প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ২০২৩ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শিক্ষা এর আরও খবর: