কালকিনিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
সাহাদাত হোসেন ওয়াশিম, কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
"শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশের দীক্ষা "এই প্রতিপাদ্যের মাদারীপুরের কালকিনি উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ এসময় তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস (হুইল চেয়ার) বিতরণ করেন এবং শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বদিউজ্জামান, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম, আনিসুর রহমান, সুভাষ চৌধুরী ও ১নং মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ হোসনেয়ারা বেগমসহ শিক্ষার্থী ও অভিভাবকগণ।