স্হগিত হলো এইচএসসি পরীক্ষা।

 প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ০৬:০১ পূর্বাহ্ন   |   শিক্ষা



নভেল করোনা ভাইরাসের কারনে আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি  ও সমমানের পরীক্ষা স্থগিত করা  হয়েছে। এপ্রিলের প্রথম দিকে পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে বলে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এর আগে গত শনিবার এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ কার্যক্রম আগামী ২৮ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়। জানা গেছে, শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের নিয়ে করা এক সভায়  পরীক্ষা পেছানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত হয়। রোববার মন্ত্রণালয়ে সে প্রস্তাব পাঠালে তার ভিত্তিতে এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে আন্তঃশিক্ষাবোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক  জানান, দেশে একটি জাতীয় সংকটকাল চলছে। এ মূহুর্তে এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজন করাটা অনেক ঝুঁকিপূর্ণ । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পরীক্ষা স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরবর্তী ১৫ দিন পর পরীক্ষা আয়োজন করা হবে। এ বিষয়ে সভা করে এপ্রিল মাসের প্রথম দিকে পরবর্তী পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হতে পারে।

বোর্ড সংশ্লিষ্টরা জানান, করোনা ভাইরাসের জন্য এইচএসসি পরীক্ষা  ঈদুল ফিতরের পর আয়োজন করার প্রস্তাব পরিকল্পনা রয়েছে। ওই সুবিধাজনক সময়ে এ পরীক্ষা আয়োজন করা যেতে পারে। তবে শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে, সেটি মাথায় রেখে এইচএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হবে ।

প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর কথা ছিল। এবছর সারাদেশের প্রায় ১২ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

শিক্ষা এর আরও খবর: