ভোর রাতে সন্তান জন্ম দিয়ে সকাল বেলা বিসিএস এর ৩ ঘন্টা লিখিত পরীক্ষা।

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২০, ০২:০৩ পূর্বাহ্ন   |   শিক্ষা



মেধাবীদের মধ্যে ১১ তম হওয়া মেয়েটির নাম

ছিল-- সুপর্না দে।

" বাজারের ছোট্ট পান বিক্রেতার মেয়েটিও

বিসিএস পরীক্ষা দিয়ে একদিন হয়ে যান --

ম্যাজিস্ট্রেট,নাম ছিল-- সালমা খাতুন।

" স্টেশনের কাজ করা,, অর্থাৎ কুলির ছেলেটিও

হয়ে যায় প্রশাসনিক কর্মকর্তা,, ছেলেটির নাম ছিল--

সাব্বির রহমান

"" শহরের রিকশাচালক চাচার ছেলেটিও,যাকে

ঈদেও নতুন জামা কিনে দিতে পারতেন না।সেই

ছেলেটিও এ এস পি হন,,বিসিএস এর কল্যানে।

"" পরীক্ষার হলে আমরা সবাই সমান।তখন

পরীক্ষক দেখেন না কে চেয়ারম্যান এর

ছেলে কিংবা কে এমপির মেয়ে।

"" সফল হওয়ার জন্য ভালো ব্যাকগ্রাউন্ড দরকার

হয়না,,দরকার হয় একটা সাহসী মানসিকতার,, অধ্যবসায়

আর সময়ের সঠিক ব্যবহার।

" স্বপ্ন টা সত্যি করা দায়িত্ব কেউ নিবেনা।আপনাকেই

করতে হবে।নিজের গল্প টা নিজেকেই তৈরি

করতে হয়।

"" নেলসন মেন্ডেলা স্যার এর একটা কথা মনে

হচ্ছে "(হয়ে যাওয়ার আগে সবকিছু অসম্ভব)

" আপনি নিজে প্রস্তুতি নিন।শুরু করে দিন।কোন

কাজই সহজ না,সহজ করে নিতে হয়।পরিশ্রম করুন,

লেগে থাকুন।কথা দিচ্ছি,, একদিন আপনিও

অনেকের অনুসরণীয় হয়ে যাবেন।

শিক্ষা এর আরও খবর: