আগৈলঝাড়ার কৃতি সন্তান নবীন কবি পূজা ভদ্রের অসাধারণ কবিতা** নারী**

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ০৩:১১ পূর্বাহ্ন   |   শিক্ষা


মঞ্জুর লিটন বরিশাল জেলা প্রতিনিধিঃ

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলার নবীন কবি পূজা ভদ্র তাঁর রচিত বেশকিছু অসাধারণ  কবিতায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই মেধাবী নবীন কবি অসাধারণ কবিতা গুলি বেশিরভাগই বাস্তবধর্মী। জানা যায় তার একটি কবিতার বই বাহির হয়েছে যাহার নাম ""সন্ধ্যা নামার শহর""(যৌথ)। এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং অনেক প্রশংসা পেয়েছে। এই নবীন  মেধাবী কবি সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২০ সালে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন । বর্তমানে বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয় অধ্যায়নরত আছেন।

 



পূজা ভদ্র ২০০৪ খ্রিস্টাব্দের ৫ই আগষ্ট (১৪১১ বঙ্গাব্দের ২১শে শ্রাবণ) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কালুপাড়া গ্রামের সম্ভ্রান্ত ভদ্র  হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মলয় কৃষ্ণ ভদ্র (কাজল ভদ্র) গৈলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী   এবং মাতা ডলি ভদ্র একজন গৃহিনী।  







            নারী তুমি 

      

        কবি পুজা ভদ্র


নারী তুমি সৃষ্টিকর্তার অদ্ভুত দান 

নারী তুমি নিঃস্বার্থে ধরিয়াছো সংসারের হাল 

নারী তুমি মমতার উজ্জ্বল প্রতিফলন 

স্বার্থশূন্যতায় করিয়াছো সন্তানের প্রতিপালন 

নারী তুমি দেবীত্বের বহিঃপ্রকাশ 

দেবীরূপেই করিয়াছো পাপের বিনাশ 

নারী তুমি সামাজিক উন্নতির কর্ণধার 

সমাজের প্রয়োজন সমাজই করিয়াছে ভঙ্গ তোমার অঙ্গিকার 

নারী তুমি পুরুষতান্ত্রিক সমাজে অবহেলার কারন 

জননীরূপে তাদেরই করিয়াছো নিজের গর্ভে ধারণ 

নারী তুমি নিজেই নিজের শক্তি 

প্রতিবাদের অঙ্গিকারে প্রতিষ্ঠা কর নিজের মুক্তি 

নারী তুমি জাগতিক সৌন্দর্যের স্বরূপ 

নারী তুমিই সৃষ্টির আদি রূপ।

শিক্ষা এর আরও খবর: