মানবতার ফেরিওয়ালা সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগ আজ দরিদ্র কৃষকের ধান কেটে দিলো।

 প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ০৭:২১ অপরাহ্ন   |   বিনোদন


"কৃষক বাঁচলে বাঁচবে দেশ,

শেখ হাসিনার বাংলাদেশ" 

স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জ -১ আসনের মাননীয় সাংসদ সদস্য জননেতা মুহাম্মদ ফারুক খান (এম. পি)  নির্দেশে মুকসুদপুর অপৌরসভার অন্তর্গত ০৫নং ওয়ার্ডের সম্মানিত ধান চাষি জনাব মুন্নু মিয়া ও জামির শেখের ধান কেটে দিচ্ছে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগ । মুকসুদপুর কলেজের সকল ছাত্রলীগ নেতাকর্মীরা আজ ধান কাটার উদ্দেগ নেয়। মুকসুদপুর কলেজ ছাত্রলীগ এর আগে ও দুর্যোগে সাধারন মানুষের পাশে দারিয়েছে। কিছুদিন আগে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে ত্রান  দিয়ে এসেছে।  এলাকার মানুষ ধন্যবাদ জানিয়েছে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি জব্বারুল আলম মাহফুজ  ও সাধারণ সম্পাদক  নাইম কাজী সহ সকল সদস্যদের। 

বিনোদন এর আরও খবর: