গোপালগঞ্জকা শিয়ানীতে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত।

 প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৩, ০২:০৪ অপরাহ্ন   |   বিনোদন



 


গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:



 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সকল প্রাণির সাস্তি ও কল্যাণ কামনায় ৬৮তম বার্ষিকীতে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের কেন্দ্রীয় সার্বজনীন শ্মশান কালী মন্দির প্রঙ্গণে গত মঙ্গলবার যজ্ঞানুষ্ঠান শুরু হয়, বৃহস্পতিবার গভীর রাতে শেষ হবে। বিভিন্ন জেলার ৬টি দল মহানাম যজ্ঞ পরিচালনা করছেন। সনাতন ধর্মালম্বি দূর দুরান্তের হাজারো ভক্ত প্রতিদিন গভীর রাত পর্যন্ত ধর্মদিক্ষা শ্রবণ করছেন। অনুষ্ঠানে প্রয়াতদের আত্মার শান্তি কামণা করা হয়। এলাকাবাসীর আয়োজনে সদর ইউনিয়নের কেন্দ্রীয় সার্বজনীন শ্মশান কালী মন্দির প্রঙ্গণে ১২ই ফালাগুন ১৪২৯ বঙ্গাব্দ(২৫ ফেব্রুয়ারী ২০২৩) রোজ শনিবার ব্রহ্মমুহূর্তে মহানাম মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে প্রয়াতদের আত্মার শান্তি কামণা করা হয়। এলাকাবাসীর আয়োজনে সদর ইউনিয়নের কেন্দ্রীয় সার্বজনীন শ্মশান কালী মন্দির প্রঙ্গণে ১২ই ফালাগুন ১৪২৯ বঙ্গাব্দ(২৫ ফেব্রুয়ারী ২০২৩) রোজ শনিবার ব্রহ্মমুহূর্তে মহানাম মহোৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

বিনোদন এর আরও খবর: