বড়াইগ্রামে দুই দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন।
জাহিদ হাসান
স্টাফ রিপোর্টার
শিক্ষার্থীদের উদ্ভাবনী নিয়ে নাটোরের বড়াইগ্রামে আয়োজিত দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে বুধবার শুরু হওয়া এ মেলা বৃহস্পতিবার বিকেলে সমাপ্তি হয়। মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্প নিয়ে হাজির হয়েছিল স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ শ্লোগানে মেলায় ২০টি স্টলে স্কুল এবং কলেজের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছিলেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত সেবা নিয়ে হাজির হয়েছিল। উপজেলা চত্বরে ক্ষুদে শিক্ষার্থীরা উদ্ভাবনী নিয়ে স্টল সাজিয়ে বসেছিল মেলায় । মেলার পাশাপাশি অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মেলা শেষে বিজ্ঞান নিয়ে উদ্ভাবন, বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়। সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফ সহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান এ মেলার মাধ্যমে শিক্ষার্থীরা উদ্ভাবন বিষয়ে আগ্রহী হয়ে উঠবে,তাদের মাঝে প্রযুক্তির প্রসার ও বিকাশ ঘটবে।তিনি আরও বলেন আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গরে তুলবে।