একুশে পদকপ্রাপ্ত বইপ্রেমী পলান সরকারের ৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

 প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ০৮:০৪ অপরাহ্ন   |   বিনোদন



মোস্তাফিজুর রহমান, বাঘা, রাজশাহী প্রতিনিধি 



একুশে পদকপ্রাপ্ত বইপ্রেমী পলান সরকারের ৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে পলান সরকারে পাঠাগারের আয়োজনে বাউসা হারুন-অর-রশিদ শ্াহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। বাউসা হারুন-অর-রশিদ শ্াহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনীসুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মাহবুব হাসান টুটোনের সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ- উপচার্য আনন্দ কুমার সাহা । আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর রাজশাহী প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক মেম্বরে ডিরেক্টর, নৌ কমান্ডো আজিজুল আলম, রাজশাহী শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ও চলচ্চিত্র নির্মাতা আসাদ সরকার, সাবেক শিক্ষক আবু দাউদ, সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান।

আরো বক্তব্য রাখেন পলান সরকার পাঠাগারের সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, শিক্ষক শেফালী খাতুন , সাংবাদিক গোলাম তোফাজ্জল কবীর মিলন ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিশাত জেরিন। 

উপস্থিত ছিলেন, পলান সরকার পাঠাগারের সভাপতি মোজাফ্ফর হোসেন, মান্নান শাহ্ তৌফিক আহম্মেদ, মশিউর রহমান, কুমারি পপি রানী, সেলিম হোসেন ইসছার আলীসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য ঃ পলান সরকার ১ আগস্ট ১৯২১ জন্ম গ্রহন করেন ও ১ মার্চ ২০১৯ মৃত্যু বরণ করেন। তিনি একজন বাংলাদেশি সমাজকর্মী ছিলেন। ২০১১ সালে সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। পলান সরকার রাজশাহী জেলার বাঘা উপজেলার ২০ টি গ্রামজুড়ে অভিনব শিক্ষা আন্দোলন গড়েন। নিজের টাকায় বই কিনে তিনি পড়তে দেন পিছিয়ে পড়া গ্রামের মানুষকে। প্রতিদিন কাঁধে ঝোলাভর্তি বই নিয়ে বেরিয়ে মাইলের পর মাইল হেঁটে একেকদিন একেক গ্রামে যান। বাড়ি বাড়ি কড়া নেড়ে আগের সপ্তাহের বই ফেরত নিয়ে নতুন বই পড়তে দেন। এতে এলাকাবাসীসহ দেশ বিদেশের মানুষের কাছে সাদা মনের মানুষ হিসাবে পরিচিতি পান তিনি।

বিনোদন এর আরও খবর: