ধানের পর পাট চাষে সহযোগিতা ছাত্রলীগ নেতা শেখ সোহাগের

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২০, ০৫:৩২ অপরাহ্ন   |   বিনোদন


স্টাফ রির্পোটার, মুস্তাফিজ খন্দকারঃ   

কৃষকের পাট ক্ষেতে কাজ করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা

নভেল করোনা বা করোনা ভাইরাস সৃষ্ট সংকটে অচল হয়ে পড়েছে গোটা দেশ। এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন কৃষকেরা। শ্রমিক সংকটে ইরি-বেরো ঘরে তুলতে  পারছেন না তারা। এমন পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।


কৃষকের ধান কাটা থেকে শুরু করে বাঁধা, বহন এমনকি মাড়াইয়ের কাজেও সহযোগিতা করছেন তারা। তবে তা এখানেই থেমে নেই। ধানের পাশাপাশি পাট চাষেও কৃষকের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।


গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন এর এক কৃষকের পাটের জমিতে নিড়ানীর কাজে সহযোগিতা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মুকসুদপুর উপজেলা ছাত্রলীগ নেতা শেখ সোহাগ এর নেত্রীত্বে গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের  নেতা কর্মীরা নিজ উদ্যোগে ওই কৃষকের পাটের জমি নিড়ানী দিয়ে দিচ্ছেন।


করোনা সৃষ্ট সংকটকালীন সময়ে একটি পতিত জমিও যেন খালি না থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্দেশনার পর কৃষকেরা ইরির পরপরই পাট চাষ শুরু করেন। পাট চাষে নিড়ানীর শ্রমিক পাওয়া না যাওয়ায় এ কাজে সহযোগিতা করেছেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও খান্দারপাড়া ইউনিয়ন পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান মুহাম্মদ সাব্বির খান এবং স্থানীয় নেতাকর্মীরা। 


কৃষকদের সহযোগিতার বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা শেখ সোহাগ জানান, জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশ এ এবং বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এম,পি এর দিক নির্দেশনায় এবং  আগামীর বাংলাদেশ ক্ষ্যাত সুচিন্তা বাংলাদেশ এর যুগ্ন-আহব্বায়ক ও বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সন্মানিত সদস্য কানতারা খান  এর  সার্বক্ষনিক যোগাযোগ ও মুকসুদপুর উপজেলা ছাত্রলীগের প্রতিটা কর্মী কৃষকের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ধান কাটা থেকে শুরু করে যাবতীয় কাজকর্মে ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে। তবে শুধু ধান নয়,কৃষকের পাট চাষেও আমরা সহযোগিতা করে যাচ্ছি। 


প্রসঙ্গত, সারাদেশে কৃষকের পাশে থেকে কাজ করার জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন, তার পরপরই দেশের বিভিন্ন প্রান্তে মাঠে নেমে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাও কৃষকের ধান কাটতে মাঠে নামেন। মুন্সিগঞ্জে এক কৃষকের ধান কেটে দেওয়ার ছবিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগের নেতাকর্মীরা করোনাকালীন কৃষকের পাশে থেকে সহযোগিতা দিতে দেখা গেছে।

বিনোদন এর আরও খবর: