তৃতীয়বারের মতো অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতারন।

 প্রকাশ: ০৩ মে ২০২০, ০১:১৬ পূর্বাহ্ন   |   বিনোদন


স্টাফ রিপোর্টার, 

আউয়াল ফকির ঃ


করোনার প্রভাব দিন দিন বেড়েই চলেছে, লকডাউনের সময়সীমাও কেমনে কেমনে বাড়তেছে।

 আর এই জম্য কিছু ফ্যামিলি একেবারে  শেষ পর্যায়ে চলে আসছে। ঘরে খাবার মতো কিছুর নাই বললেই চলে। 

আর তাদের পাশে তৃতীয়বারের মতো দাঁড়ালেন বিশিষ্ট সমাজসেবক অটো রাইস মিলের চেয়ারম্যান আবদুল হালিম ফকির।

এবার রাজৈরের বাজিতপুর ইউিনয়নের লাউশার গ্রামে ৫০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করলেন। এর আগে ও সে ৫০০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ বিতরণ করে।

বিনোদন এর আরও খবর: