সন্দ্বীপ আমানউল্ল্যা ঘরে ঘরে মরহুম মোয়াজ্জম হোসেন ভূইয়া স্মৃতি স্মরনে ভালোবাসার উপহার (খাদ্যসামগ্রী) বিতরন।

 প্রকাশ: ০৪ মে ২০২০, ১২:০২ পূর্বাহ্ন   |   বিনোদন


সন্দ্বীপ আমানউল্ল্যা ঘরে ঘরে মরহুম মোয়াজ্জম পুষ্পেন্দু মজুমদার,

চ্ট্টগ্রাম জেলা (সন্দ্বীপ) প্রতিনিধি ঃ



আমানউল্ল্যা ইউনিয়ন মরহুম মোয়াজ্জম হোসেন ভূইয়া স্মৃতি স্মরনে  করোনা পরিস্থিতে নিন্ম মধ্যবিত্ত ও মধ্যবিত্ত সহ মোট ৬৫০ পরিবারকে  ভালোবাসার উপহার সামগ্রি বিতরনের অংশ হিসেবে আজ  তিনদিন ধরে তার নিজ বাড়িতে (মোয়োজ্জেম হোসেন ভূঁইয়ার বাড়ি,ওয়ার্ড নং-) ৭খাদ্য সামগ্রী  বিতরন।


 আজ এই খাদ্য সামগ্রী বিতরন করে  প্রকৃত জনসেবার দৃষ্টান্ত রাখলেন হাজী মোঃ আফলাতুন ভূুইয়া(সাবেক মেম্বার) এর ছেলে মোঃ মাইনউদ্দীন ভূইয়া।

খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠান উপস্হিত ছিলেন  উপজেলা ছাত্রলীগের সভাপতি  মাহফুজুর রহমান সুমন,মোঃআবু ভূঁইয়া  সন্তোষপুর স্কুলের শিক্ষক মাষ্টার মোঃ হেলাল,মাষ্টার মো: আলতাব,মাষ্টার মোঃকানন,মোঃসেলিম মেম্বার, মোঃইব্রাহিম মেম্বার, মুক্তিযুদ্ব মঞ্চ সন্দ্বীপ উপজেলার সাধারন সম্পাদক পুষ্পেন্দু মজুমদার প্রমুখ।


মোঃ মাইনউদ্দীন ভূঁইয়া করোনা পরিস্থিতিতে  সম্পুর্ন ব্যক্তিগত  তহবিল হতে  মধ্য বিত্ত ও নিন্ম মধ্য বিত্ত,যে সমস্ত পরিবারে পরিবার প্রধান বিদেশে অবস্থান করছে বা যারা ছোটখাট চাকুরি ও ব্যবসা করে জীবন অতিবাহিত করছে,আমানউল্ল্যা ইউনিয়ন  চেয়ারম্যান ও মেম্বারদের  সহযোগিতায়  তালিকা প্রস্তুত করে এ ত্রান বিতরন শুরু করেছিলেন। 


যার  সার্বিক নির্দেশনায় রয়েছে, হাজী মোঃআফলাতুন ভূঁইয়া(সাবেক মেম্বার)মোঃমাইনউদ্দীন ভূঁইয়ার আব্বু ও তার চাচা আবু আহম্মেদ ভূঁইয়া। 


এ বিষয়ে খাদ্যসামগ্রী  বিতরনের  মোঃ আফলাতুন ভূঁইয়া এক স্বাক্ষাৎকারে বলেন, প্রবাসী ভাইয়েরা লকডাউনের কারনে উপার্জনহীন হয়ে পড়েছেন।স্বল্প ব্যাবসায়িগন দোকানপাট বন্ধ,নিম্ন মধ্যবিত্তগন  এখন কষ্টে দিনাতিপাত করছে। তাই তাদের কষ্টের ভাগিদার হওয়া বা তাদের বিপদে পাশে থাকার জন্য আমার সন্তান মোঃ মাইনউদ্দীন সম্পুর্ন ওর ব্যক্তিগত তহবিল থেকে এ, ওর দাদুর স্মরনে ভালবাসার উপহার(খাদ্য সামগ্রী) প্রদান করছেন। আমি ওর বাবা  হতে পেরে গর্বিত। 


 খাদ্য বিতরন সম্পর্কে বলতে গিয়ে আরো বলেন আমার পিতা মরহুম মোয়োজ্জেম হোসেন  আজীবন মানুষের সংকটময় মুহুর্তে পাশে থেকেছে, আর একই চিন্তা ওনার নাতির মাধ্যমে প্রতিফলন হয়েছে।আপনারা আমার সন্তানদের জন্য দোয়া করবেন।


আমাদের এই ভালবাসা উপহার(খাদ্যসামগ্রী)চলমান থাকবে।

বিনোদন এর আরও খবর: