সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাথে কালাপানিয়া ইউপি চেয়ারম্যানেরর মতবিনিময়।

 প্রকাশ: ০৭ মে ২০২০, ০১:১৭ পূর্বাহ্ন   |   বিনোদন


পুষ্পেন্দু মজুমদার,

সন্দ্বীপ প্রতিনিধি ঃ


 চট্রগ্রাম-জেলার সন্দ্বীপ উপজেলার, কালাপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামি যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলিমুর রাজী টিটু  সাথে এক মতবিনিময় সভা আজ কালাপানিয়া ইউনিয়ন পরিষদে বিকাল ৩ টায় অনুষ্ঠিত। 


সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে প্রসঙ্গক্রমে চেয়ারম্যান  আলিমুর রাজি টিটু  বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে সারা বিশ্ব আজ লন্ড ভন্ড তার থেকে বাদ যায়নি আমাদের সন্দ্বীপ। জননেত্রী শেখ হাসিনা সরকার ও মাহফুজুর রহমান মিতা এমপি সব সময় জনগনের পাশে ছিল,আছে।আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১০২৫ জনকে ১০ কেজি করে চাউল বিতরন করেছি।এছাড়া ও ৩০ জন শিশুর জন্য, শিশু খাদ্য দিয়েছি।৪০ কেজি করে প্রতি টিপে ৫০ জন করে ২০০ জন জেলের মাঝে চাউল বিতরন করেছি।২৯০ জনের জন্য রেশন কার্ড  সিষ্টেম এ আবেদন ফরম পাটিয়েছি। 


আপনারা সংবাদকর্মীরা দেখেছেন আমি  আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনিয় পন্য ৩০০ জনকে দিয়েছি।করোনা ভাইরাস যতদিন থাকবে আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে আর্থিক ভাবে অস্বচ্ছল,মধ্যবিত্ত যারা লজ্জায় বলতে পারে না তাদের জন্য আমার ভালবাসার উপহার সামগ্রী চলমান থাকবে।



মতবিনিময়ে সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের প্রতিনিধি দলে ছিলেন-

১।মোঃমোজাম্মেল হোসেন,

দৈনিক পূর্বতারা

২।ইলিয়াছ সুমন,সাধারণ সম্পাদক;সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাব।

৩।পুস্পেন্দু মজুমদার,সন্দ্বীপ প্রতিনিধি; আলোচিত বার্তা।

৪।মহিউদ্দীন খান,সন্দ্বীপ প্রতিনিধি; কনজিউমার নিউজ, বিডি,ডককম।

৫।আরফিন তৈয়ব,বিশেষ প্রতিনিধি;'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ'পত্রিকা।

৬।নজরুল নাঈম,সন্দ্বীপ প্রতিনিধি;আলোকিত দেশ টুয়েন্টিফোর ডটকম।

৭।মাহমুদুল হাছান,সন্দ্বীপ প্রতিনিধি;অনলাইন সিটিজি ক্রাইম টিভি।

৮।শরীফ উদ্দিন,সন্দ্বীপপ্রতিনিধি;চট্টগ্রামেরকন্ঠডটকম।

৯।নাঈম সোহাগ, 'সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ' পত্রিকা।

১০।মাঈন উদ্দিন আল আকাশ,অনলাইন সন্দ্বীপিয়ান টিভি।

১১।আব্দুর রহমান ইমন,

সন্দ্বীপ ২৪


মতবিনিময় শেষে তিনি সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাবের জন্য ভালবাসার উপহার সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক ইলিয়াছ সুমনের হাতে তুলে দেন,পরবর্তিতে তিনি ক্লাবের সকল নেতৃবৃন্দের মাঝে বন্টন করেন।

বিনোদন এর আরও খবর: